মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃদামুড়হুদার ভুট্টা ক্ষেত থেকে নিখোজ অটোচালকের হাতপা বাধা মৃতদেহ উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসিরা জানান, চুয়াডাঙ্গা দৌলতদিয়া পাড়ার শমসের আলির ছেলে আশরাফ আলি(৫০) অটোবাইক চালক সোমবার অটোচালিয়ে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোজ করতে থাকে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুরের একটি ভুট্টা ক্ষেতে স্থানীয় গ্রামবাসি মাঠে কৃষিকাজ কাজ শেষে বাড়ি ফেরার সময় একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে চুয়াডাঙ্গা, দামুড়হুদা পুলিশ ও সি আই ডির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ লাশ উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরসৌস ওয়াহিদ জানান লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।















