পাইকগাছায় পারিবারিক করব স্থান অবৈধ দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উত্তেজনা বিরাজ করছে।

0
183

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পারিবারিক করব স্থান অবৈধ দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটি উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামে।
জানা যায়, পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের সরদার বাড়ীর একটি নিজস্ব পারিবারিক করব স্থান রয়েছে্। যাহা উপজেলার কুলে শ্রীকন্ঠপুর মৌজার ৮৮/(১/১) খতিয়ানের ১৮৭০ দাগে অবস্থিত। কালের বিবর্তনে জন সংখ্যা বৃদ্ধির কারণে কবরস্থানটি বখতিয়ার সরদার ও ইউনুস সরদার গংদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে পক্ষদ্বয় তাদের মৃত্যু ব্যক্তিদের স্ব স্ব সীমানার মধ্যে দাফন সম্পন্ন করে আসছে। গত ২৭/২/২০২৩ তারিখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হলে পরবর্তী দিন ২৮/২/২৩ তারিখ সকালে মৃত জনাব আলী সরদারের পুত্র জাহান আলী সরদারের নেতৃত্বে গাউস সরদার, নজরুল ইসলাম, ইমন সহ একাধিক ব্যক্তি লাঠি সোটা সহকারে প্রতিপক্ষ বখতিয়ার সরদারদের পারিবারিক করব স্থান অবৈধ দখল করে নেয়। এছাড়া বখতিয়ার সরদারদের পুরুষ লোকজন বাড়িতে না থাকায় জাহান আলী সরদারেরা তাদের কবর স্থানের জায়গা ঘেরা বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে বলে বখতিয়ার জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here