মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে মেয়ে ও ৩ শিশু নাতিকে ফিরে পেতে(৯ মার্চ) বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অসহায় পিতা আবুল কাশেম। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,তার জামাই দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছে। সে কারণে তার মেয়ে ঝরনা আক্তার তার তিন শিশু পুত্রকে নিয়ে কাতারে বসবাস করে। সম্প্রতি বাংলাদেশের কিছু লোক তার জামাইকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত ২/৩/২৩ইং তারিখে তার মেয়ের বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে তার মেয়ে ও ৩ নাবালক নাতিকে ধরে নিয়ে যায়। পরে তারা জানতে পারে তার মেয়ে ও নাতিরা কাতার সফর জেলখানায় আছে। যার কয়েদি নং-৬০১৭।
তিনি আরো জানান, বর্তমানে তার মেয়ে ও নাতিকাতার সফর জেলখানায় ঋড়ষষড়-িঁঢ় উবঢ়ঃ- উবঃবহঃরড়হ অহফ উবঢ়ড়ৎঃধঃরড়হ ঝবপঃরড়হ এ বন্দি আছে। তাদের পাসপোর্ট যথাক্রমে ঝরনা আক্তার চধংংঢ়ড়ৎঃ-ঘড়.ঊক-০৪৮২৭৩১,তামিম বিন আলী হোসেন চধংংঢ়ড়ৎঃ-ঘড়.ঊক-০৪৮২২১১,তাহামিদ বিন আলী হোসেন চধংংঢ়ড়ৎঃ ঘড়.ঊঐ-০১৭২৯৭৪,তাসিন বিন আলী হোসেন চধংংঢ়ড়ৎঃ ঘড়.ঊখ-০১৯১৯০১ বাংলাদেশী নাগরিক। এ বিষয়ে তারা প্রবাসি কল্যান মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলেও জানান।
তিনি মেয়ে ও শিশু নাতিদেরকে কাতার জেলখানা থেকে উদ্ধারপূর্বক ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আবুল কাশেমের স্ত্রী জামেনা খাতুন,বড় ছেলে আকাশা ও ছোট ছেলে হোসাইল মোহাম্মদ আলিফ উপস্থিত ছিলেন।















