যশোর অফিস : যশোরের শার্শার উলাশিতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
যশোর সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছে।
নিহত গোলাম রাব্বি পিয়াস (১৫) ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে ও উলাশি বর্ণমালা বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র।
বুধবার বিকেলে উলাশি-বল্লা সড়কের শার্শার কামারবাড়ি মোড় নামক স্থানে ঘটনাটি ঘটেছে বলে জানান শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম।
স্বজনদের বরাতে ওসি বলেন,শার্শার উলাশি বাজারে তার বাবার ব্যবসা প্রতিষ্টান থেকে আরো একজন আরোহীসহ মোটরসাইকেল চালিয়ে মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন পিয়াস। কামারবাড়ী মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়।দুই মোটরসাইকেলের তিনজন আরোহী মারাত্মক ভাবে আহত হয়।
এসময় স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে গোলাম রাব্বি পিয়াসের মৃত্যু হয়।















