যশোরে মধ্যরাতে অসুস্থ আসামিকে মারধর

0
162

যশোরে মধ্যরাতে অসুস্থ আসামিকে মারধর, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ঘুষ প্রদানের চেষ্টা অভিযুক্ত গার্ডঃ- মোঃ বজলুর রহমান (৪৮) পিং জাকির হোসেন সাং রেলগেট , সহযোগি গার্ড আঃ আব্দুল খালেক সদর হাসপাতালে ভর্তিরত শিশু জেলখানার শিশু আসামি টুটুল ( ১৭) পিং খসরুল হক বর্তমান ঠিকানা যশোর শিশু সাধনাগার( শিশু জেলখানা), যশোর সদর হসপিটাল এ ভর্তি হয় ৭তাং তারিখ মঙ্গলবার বিকাল ৪ঃ৪৫ এ ভর্তি হয়। অভিযোগ ও বিষয়বস্তু ঃ-পুরুষ মেডিসিন ওয়ার্ড ১২ নম্বর ওয়ার্ড ১নং বেডের ভর্তিরত আসামির উপর শারীরিক নির্যাতন করেছে আসামির ডিউটিরত শিশু সাধনাগরের গার্ড বজলু রহমান,,, আসামিকে হসপিটালের ওর্য়াডের মধ্যে বাথরুমে ভিতরে ঢুকিয়ে গলায় গামছা পেঁচিয়ে শারীরিক নির্যাতন করায় বাধা দেওয়াই হসপিটাল স্টাফ ওয়ার্ড বয়কে ঘুষ দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত গার্ড বজলুর রহমান,ও ভর্তিরত সাধারণ রোগী সহ রুগীর সজনরা অভিযুক্ত গার্ডের উপর ক্ষোপপ্রকাশ করে জানায় আসামি শিশু টুটুল (১৭) অভিযুক্ত গার্ড বজলুর রহমানের পাকা খেয়ে ফেলার অপরাধে,সুযোগ বুঝে পরিকল্পিতভাবে বাথরুমের মধ্যে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শারীরিক নির্যাতন চালায় বলে পাশের বেডের রুগি ও স্বজনরা অভিযোগ তোলে ,,ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য সাংবাদিক বনিবিল্লা ও ওয়ার্ড বয় তানজিল কে ঘুষ দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি বজলুর রহমান।। ডিউটিরত পুরুষ ওয়ার্ডের, ওয়ার্ড বয় তানজিল এর ফোন নাম্বার-01316-816013

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here