যশোরে বারি উদ্ভাবিত উন্নত জাত ও প্রযুক্তির প্রদর্শনী উদ্ভোধন করলেন কৃষি সচিব

0
147

যশোর প্রতিনিধি: শের দক্ষিন- পশ্চিমাঞ্চলের স্মার্ট কৃষি বাস্তয়ায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট বারি উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাত ও প্রযুক্তি কৃষক পর্যায়ে সম্প্রসারনের ওপর গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় উদ্ভাবিত এসব উন্নত জাত ও প্রযুক্তি নিযে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয় যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
বিআরআই গাজীপুরের মহাপরিচালক ড.দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবি র ঢাকার খামারবাড়ি মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ডক্টর শেখ মোঃ বখতিয়ার ডঃ দেবাশীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গবেষনা কাউন্সিলের চেয়ারম্যান ড.শেখ মোহাম্মাদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ,যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার ডঃ কাউসার উদ্দিন আহমেদ সহ আরো অনেকে আরও অনেকে।
উদ্ভাবনী জাত ও প্রযুক্তি প্রর্শন অনুষ্ঠানে কৃষি গবেষণা কেন্দ্রের গবেষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর কর্মকর্তা ছাড়াও মাঠ পর্যায়ের কৃষকরা অংশ নেন।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার স্মার্ট কৃষি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এজন্য কৃষি গবেষণা ইনস্টিউটসহ অন্যান্য প্রতিষ্ঠান উচ্চ ফলনশীল উন্নত জাত উদ্ভাবনসহ বিভিন্ন যুগোপযোগীক যন্ত্রের উদ্ভাবন করছে। এসব উদ্ভাবনী জাত ও প্রযুক্তির সহায়তায় কৃষক একদিকে যেমন লাভবান হবেন, ঠিক তেমনি বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় স্বয়ং সম্পূর্ণতা অর্জনে দৃষ্টান্ত স্থাপন করবে।
এই অনুষ্ঠানের আগে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে টিস্যু কালচার ল্যাব এর উদ্বোধন ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here