মহেশপুরে তুচ্ছ ঘটনায় হামলা আহত-১, থানায় অভিযোগ দায়ের

0
182

মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আজগর আলী নামে এক কৃষক আহত হয়ে মহেশপুর হাসপাতালে ভর্তি। এ বিষয়ে আহত আজগর আলীর মেয়ে মনিকা খাতুন মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
হামলার শিকার আজগর আলীর স্ত্রী ও মেয়ে সোমবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন, তার প্রতিবেশী আনার হোসেনের স্ত্রী জানু খাতুনের চায়ের দোকানে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা ও নেশার আসর চলে। এতে আমাদের গ্রামের পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। রবিবার রাতে আমার বাবা এ বিষয়ে প্রতিবাদ করলে একই গ্রামের সারফারাজের ছেলে জুয়েল আমার পিতাকে দোকানের ভিতরে লোকজনের সামনে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। ওই রাতেই আমার পিতাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করি। আমার পিতার ঘাড়ে ও পিটে মারাত্মকভাবে আঘাতগ্রস্থ হয়েছে।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here