নড়াইলে মায়ের স্বপ্ন পূরণ করলেন প্রবাসী ছেলে হেলিকপ্টার চড়িয়ে অজপাড়া গাঁয়ে

0
198

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে হেলিকপ্টার চড়িয়ে মায়ের ইচ্ছে পূরণ করলেন ছেলে মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়া সেটি পূরণ করলেন প্রবাসী ছেলে। হেলিকপ্টারে মাকে নিয়ে ঢাকা থেকে নিজ গ্রামে ফিরে আসেন ছেলে শরিফুল ইসলাম। সোমবার (১৩ মার্চ) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের কাঠাদোরা গ্রামে এ দৃশ্য দেখা যায়।
এদিকে, এমন খবর আগেই প্রচার হয় গ্রামে। দৃশ্যটি দেখতে সহস্রাধিক লোক জড়ো হন প্রবাসীর বাড়ির সামনের মাঠ প্রাঙ্গণে। হেলিকপ্টার থেকে নেমে আসার পরই মা-ছেলেকে ফুল দিয়ে বরণ করেন গ্রামের মানুষ ও তাদের আত্মীয় স্বজনেরা।
শরিফুল ইসলাম (৩৮) কালিয়া উপজেলার কাঠাদোরা গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে। এক যুগের ও বেশি সময় ধরে সৌদিতে থাকেন। সোমবার সকালে ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
পরে মা মালেকা বেগমের (৫৫) স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করেন। সোমবার বিকেলের দিকে ঢাকা পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাকে নিয়ে কাঠাদোরা গ্রামের নিজ বাড়ির সামনে মাঠে নামেন শরিফুল ও তার মা মালেকা বেগম।
গ্রামবাসীরা বলেন, ‘আমাদের অজপাড়া গাঁয়ে এই প্রথম হেলিকপ্টার এসে নামল। হেলিকপ্টার ও শরিফুলের মাকে দেখতে এসেছি, খুব ভাল লাগছে।
শরিফুলের মা মালেকা বেগম বলেন, আমার আশা ও স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়া। সেটা আমার ছেলে শরিফুল পূরণ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
প্রাবসী শরিফুল ইসলাম বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে গ্রামের বাড়িতে আসবে। মায়ের প্রতি ভালোবাসা থেকে সেই চেষ্টা করেছি। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে, আনন্দ লাগছে। অনেক দিন পর গ্রামের লোকদের দেখে খুবই ভালো লাগছে। হেলিকপ্টারে আমি, মা,আমার ছেলে, এসেছি।
শরিফুলের আত্মীয় স্বজনরা ও খুশি হেলিকপ্টারে করে তার মাকে নিয়ে গ্রামে আসায়। তারা বলছেন এটা মায়ের প্রতি ছেলের অন্যরকম ভালোবাসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here