খাজুরা স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
192

খাজুরা (যশোর) প্রতিনিধি:দিনভর নাচ-গান আর আনন্দ-উল্লাসে শেষ হলো খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে আয়োজিত প্রতিযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করেন অতিথিরা। বুধবার (১৫ মার্চ) বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির, ইছালী ইউপি চেয়ারম্যান ফেরদৌসি ইয়াসমিন, হৈবতপুর ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু ও মালিয়াট ইউপি চেয়ারম্যান আজিজুল খান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের
অধ্যক্ষ তরিকুল ইসলাম, লেবুতলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইছাহক হোসেন, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দিন, সাবেক সভাপতি মাস্টার ওয়াজির আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সালাহউদ্দিন রোমেন, সদস্য মঈনুদ্দিন ময়না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল ক্বাফি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here