আ’লীগ দুই গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে মহম্মদপুরে কৃষককে কুপিয়ে হত্যা

0
198

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে আরিফুল মোল্যা (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল নয়টার দিকে নৃশংস এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ওই গ্রামের হাসান মোল্যার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরার মর্গে প্রেরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমডি গোলজার রহমান এবং একই ইউপি’র সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রবিউল ইসলামের সমর্থকদরে মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এমডি গোলজার রহমানের সমর্থক আরিফুল মোল্যা পাশর্^বর্তী পুকুর থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ আওয়ামীলীগ নেতা রবিউল ইসলামের সমর্থক আকির ও মিলনের নেতৃত্বে ৫ থেকে ৭ জন ব্যক্তি আরিফুল ইসলামকে ধারালো দেশীয় অস্ত্র (বল্লম) দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ঘাতকপক্ষের পুরুষ লোকজন এলাকা ছেড়ে পালিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরার মর্গে পাঠিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘাতকদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এদিকে, দরিদ্র আরিফুল ইসলাম খুনের ঘটনায় তার পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে ছোট ছোট তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে কিভাবে সংসারের ঘাণি টানবেন তা নিয়ে মহাদুশ্চিন্তায় পড়েছেন তার স্ত্রী রাশিদা বেগম।
এডিশনাল এসপি মাগুরা সদর সার্কেল দেবাশীষ কর্মকার ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই নিহতের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here