নুরুল ইসলাম, ডুমুরিয়া : ডুমুরিয়ার মাগুরখালিতে স্লুইস গেইট দিয়ে অবৈধ ভাবে লোনা পানি তুলে চলতি মৌসুমি বোরো ধানের ক্ষেত নস্টের প্রতিবাদে ভুক্তভোগী কৃষকসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার মাগুরখালি ইউনিয়নের গজালিয়া অগ্নিবীণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও চিলা নদীর পাড়ে গ্রাম্য রাস্তার উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক সুজিত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রতাপ কুমার রায়। এসময় আরও বক্তব্য রাখেন, ভুক্তভোগী কৃষক এরশাদ আলি সরদার,গাজী আঃ রহমান,
নির্মল মন্ডল,মিন্টু বৈরাগী,হিমাংশু মন্ডল,মুকুন্দ গোলদার,পুলিন মন্ডল,ডাঃ মুকেশ তরফদার, বিধান মন্ডল,দীলিপ মন্ডল, বিজন বৈরাগী, বিকাশ মন্ডল, মৃনাল সানা, বিপ্লব সানা,শফিকুল ইসলাম,পঞ্চানন বৈদ্য, বিমল কৃষ্ণ সানা,বিজন সরকার, কোমল বৈরাগী, নিত্যানন্দ বৈরাগী,সম্পা মন্ডল, শর্মিষ্টা গোলদার, তাপসী সরকার, সুফলা রায়,কাজল বৈরাগী, মিন্টু সরদার প্রমুখ।বক্তরা বলেন,
উপজেলার মাগুরখালি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শালতার শাখা চিলা নদী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবোর ১৭/১ পোল্ডারের ৬ নং আধারমানিক স্লুইস গেইটের অভ্যান্তরে। কিন্তু এলাকার চিংড়ি চাষী একটি কুচক্রী মহল গত ডিসেম্বর মাসে রাতের আধারে জোয়ারের সময় লোনা পানি তোলার কারণে বীজতলা ক্ষতি হয়। সে সময় এর প্রতিকার চেয়ে গণ স্বাক্ষরিত ভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটা লিখিত অভিযোগ দেয়া হয়। সে প্রেক্ষিতে পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ঘটনা স্থল পরিদর্শনসহ উন্মুক্ত মঞ্চে ধান চাষাবাদে যাতে কোন প্রকার বিঘ্নিত না ঘটে এ জন্য ৪ মাসের মধ্যে লোনা পানি প্রবেশ না করকে নিষেধ করেন। কিন্তু আবারও ওই প্রভাবশালী কুচক্রী ওই মহলটি সম্প্রতি স্লুইস গেইটের কপাট খুলে লোনা পানি প্রবেশ করার কারনে গজালিয়া,খোরের আবাদ,
চিত্রামারি,পারমাদারতলা,হোগলাবুনিয়া, মৌজায় এলাকায় অধিকাংশ চলতি মৌসুমি বোরো ধানের ক্ষেত মারা গিয়ে কৃষকদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি শেষে এলাকার শত শত নারি পুরুষ স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে লোনা পানি বন্ধের জন্য বাঁধ দিতে অংশ নেয়। ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের উধর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষনা দেয়। এ প্রসংগে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান বলেন,বোরাে ধান কাঁটার আগ মুহূর্তে কোন লোনা ভিতরে প্রবেশ করানো যাবে না। কোন ব্যাক্তি বা গোষ্ঠী লোনা পানি প্রবেশ করালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।















