পূর্ন হলো ‘চৌগাছা ব্লাড ফাউন্ডেশনে’র ১হাজার ব্যাগ রক্তদান

0
210
    চৌগাছা পৌর প্রতিনিধিঃ “হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছার অন্যতম সামাজিক ও সেবামূলক সংগঠন চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের ইতমধ্যে ১হাজার তম রক্তদান পূর্ন হয়েছে। গত শুক্রবার (৩ মার্চ) বিকালে এক অসহায়কে রক্তদানের মধ্য দিয়ে সহস্রের গন্ডি পার করে এ সংগঠন।
    সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, সহস্রাধিক ছাড়িয়ে ১হাজার ২৮ তম ব্যাগ রক্তদান পার করেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।
    এ সংগঠন থেকে উপকৃত কয়েকজন জানান, “দিনে-রাতে যখনই রক্তের প্রয়োজন হয় ঠিক তখনই চৌগাছা ব্লাড ফাউন্ডেশন এর নাম মনে আসে। নিস্বার্থে সেবা দেওয়ায় যেন এ সংগঠনের মূল লক্ষ্য।” ২০২১ সালে তৈরী হওয়া এ সংগঠনটি বিগত কয়েক বছর যাবৎ সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে রক্তদানসহ বিভিন্ন সেবামূলক সামাজিক কর্মকান্ডে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। ঈদের সময় ঈদ সামগ্রী বিতরন, বিপদের সময় ভুক্তভোগিদের সময়মত রক্তদান, উপজেলাব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প, শীতকালীন শীতবস্ত্র বিতরন, মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে অর্থ সহায়তা ও বই বিতরন, চারা বৃক্ষ বিতরণ, অসহায় রোগীদেরকে অর্থ ও চিকিৎসা সহায়তা দেওয়াসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে আলোচনার শীর্ষে এ সংগঠনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here