বসত বাড়ির পানি তোলা মটর মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আশিষ দত্ত নামের এক যুবকের করুণ মৃত্যু

0
183

রাসেল মাহমুদ : বসত বাড়ির পানি তোলা মটর মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আশিষ দত্ত নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ১৮ মার্চ শনিবার আনুমানিক সকাল সাড়ে ৯টার সময় যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের উত্তরপাড়ার নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে সদ্য বিবাহীতা স্ত্রীর সামনে আশিষ দত্ত (২৮) নামের এযুবকের মার্মানিক মৃত্যু হয়েছে। এঘটনা বাকরুদ্ধ হয়ে পড়েছে বনবধূ সহ পুরো পরিবার। তার পিতা বিকাশ দত্তের সাথে কথা বলে জানাযায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বসতবাড়ির টিউবয়েলে পানি না ওঠায়, নিজেই সদ্যবিবাহীত স্ত্রীকে সাথে নিয়ে টিউবয়েলের সাথে যুক্ত পানির পাম্পের কাজ করতে যায়। পাম্পের বিদ্যুৎ সংযোগ মেইন (তার) খুলে উপরে ঝুলিয়ে রেখে নিচে বসে মটর মেরামতের চেষ্টা করছিলো। এর কিছুক্ষণের মধ্যে ঝুলিয়ে রাখা বিদ্যুৎ সচল তার উপর থেকে খুলে এসে আশিষ দত্তের মাথার উপর পড়ে বিদ্যুৎ পৃষ্ট হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎপৃষ্টে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আশিষ। এর আগে তার পাশে দাড়িয়ে থাকা স্ত্রীকে শরীর স্পর্শ না করে মেনসুইচ বন্ধ করতে বলেন। মেনসুইচ বন্ধ করে সংঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে রূপদিয়া বাজারে ডাক্তারের কাছে আনলে দ্রুত তাকে সদর হাসপাতালে নিতে বলেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার এখানে আনার পূর্বেই মৃত্যু হয়েছে বলে জানায়। জানাগেছে কচুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুনসেফপুর উত্তর পাড়ার বিকাশ দত্তের একমাত্র ছেলে আশিষ দত্ত। সে মাত্র দেড় মাস পূর্বে বিবাহ হয়। মর্মান্তিক এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছে সদ্যবিবাহীত স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here