খালার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
171

শহিদুল ইসলাম : ঝিকরগাছায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯শে মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিথিলা উপজেলার নন্দীডুমুর এলাকার আক্তারুল কবিরের মেয়ে।
মিথিলা শনিবার তার দাদীর সাথে ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামে খালার বাড়ীতে বেড়াতে যাই।
সাবেক ইউপি সদস্য জাহান আলী জানান, দুপুরে মিথিলা বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় তারা।
পরে মিথিলাকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজনের ধারণা, সবার অগোচরে খেলার এক পর্যায়ে ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় মিথিলা।
এদিকে মিথিলার মৃত্যুতে তার বাড়ী নন্দীডুমুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here