মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধঃ দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের আটকবরে জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড শাখার আয়োজনে বনভোজন, গুণীজনের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক গরীব রুহানী মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ আব্দুল্লাহ্ আল-মামুন। এছাড়া ও উপস্থিত ছিলেন বিজ্ঞ পিপি, সদর হাসপাতালের আরএমও, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা সমবায় অফিসার, জনপ্রতিনিধি, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ ও বীর মুক্তিযোদ্ধাদের সন্তানগণ।
Home
চুয়াডাঙ্গা দামুড়হুদার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আটকবরে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড আয়োজনে বনভোজন,...















