ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বহিস্কার

0
201

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া(খুলনা) : ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কে এম জাকির হুসাইনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ নাজমুল হোসেন বিশ্বাস স্বাক্ষরিত ডুমু সি মা/২০২৩/২১(৮) নম্বর স্বারকে রবিবার তাকে এ বহিস্কারাদেশ দেয়া হয়। ওই পত্রে উল্লেখ করা হয়েছে সীমাহীন শৃংখলা পরিপন্থী অনিয়ম, সেচ্ছাচারিতা, অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত কমিটির মাধ্যমে প্রমানিত হওয়ায় চাকরী বিধিমালার ধারা ৮ (শৃংখলা) এর উপধারা ক,ঘ,ছ,জ ও ঞ লক্ষন হওয়ায় তাকে এ সাময়িক বহিস্কার করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তার বিরুদ্ধে প্রমানিত অনিয়মের লিখিত জবান প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। তবে ওই প্রতিষ্ঠানে অধ্যক্ষ কে এম জাকির হুসাইন বলেন, বিধি বর্হিভূতভাবে তাকে বহিস্কার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here