মালিকুজ্জামান কাকা, যশোর : বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এসোসিয়েশন বিপিএমপিএ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
সোমবার বিকালে প্রেসক্লাব যশোরে এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিপিএমপিএ’র যশোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: ইয়কুব আলী মোল্যা।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ডা: প্রভাত কুমার নাথসহ ২০ জন ডাক্তার।
যশোরের পত্রিকার হকার ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা দিতেই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটি বিকাল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থায়ী হয়। এই ক্যাম্পে শতাধিক নারী, শিশু, প্রবীন ছাড়াও বিভিন্ন বয়সীরা অংশ গ্রহন করেন।















