মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর জেলা সাংবাদিক ইউনিয়রেন বার্ষিক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে এই মিলন মেলা শুরু হয়। চলে রাত পর্যন্ত। বার্ষিক মিলন মেলায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশিষ্ট্য ব্যবসায়ী শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মোমিন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সম্পাদক আহসান কবীর, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলুসহ যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, জেলা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ। সাথে ছিলেন, সহ সভাপতি তাওহিদ মনি, সাধারন সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক মালিকুজ্জামান কাকা, কোষাধ্যক্ষ আল মামুন শাওন, বীর মুক্তিযোদ্ধা এম বাবু, প্রমুখ।
সাংবাদিক মিলন মেলায় অতিথিবৃন্দ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতা সদস্য ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসক্লাব যশোরের দ্বিতলে সকলে দুপুরে মধ্যহ্ন ভোজে অংশ গ্রহন করেন। এরপর সকলে ভিআইপি সেন্টারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।















