২১তম ইরাক আক্রমণ দিবস উপলক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত

0
201

২১তম ইরাক আক্রমণ দিবস উপলক্ষ্যে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আজ ২০ মার্চ ২০২৩ সোমবার দুপুর ১২টায় জেলা কার্যালয় থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু। সমাবেশে নেতৃবৃন্দ মার্কিনের নেতৃত্বে ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, সুদানে আক্রমণের ধারায় ইউক্রেনে ন্যাটো-রুশ তৎপরতা, দখলসহ সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রাম জোরদার করার জন্য দেশে দেশে শ্রমিকশ্রেণি জনগণকে আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, পুঁজিবাদের অবশ্যম্ভাবী পরিণতি হলো সাম্রাজ্যবাদ। আর সাম্রাজ্যবাদ মানেই ক্ষয়িষ্ণু, মুমূর্ষ ও পরজীবী। সে পররাজ্য দখল, লুণ্ঠন, হত্যা, নিপীড়ন, যুদ্ধ, খাদ্যসঙ্কট, অনাহার, দূর্ভিক্ষ ঘটিয়েই চলে। যতদিন সাম্রাজ্যবাদ থাকবে ততদিন এ হত্যা, লুটপাট ও দূর্ভিক্ষ চলতেই থাকবে। নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাজার প্রভাব-বলয় পূনর্বন্টনের লক্ষ্যে ইউক্রেন যুদ্ধ তথা বিশ্বব্যাপী আন্তঃসাম্রাজ্যবাদী আগ্রাসী যুদ্ধে বাংলাদেশকে সম্পৃক্ত করার গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। একদিকে আমেরিকার নেতৃত্বে ইন্দোপ্যাসেফিক জোট আর অন্যদিকে চীনে বিআরআই তথা বিসিমসহ অপরাপর তৎপরতা। এর বিরুদ্ধে সকল বিপ্লবী গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদের নীতি নির্দেশ বাস্তবায়নের ফলেই দেশে দেশে এই সঙ্কট, দূর্ভিক্ষ, যুদ্ধ সংঘটিত হয়। ইরাক আক্রমণ দিবসে সকল রূপের ও পক্ষের অন্যায় ও অন্যায্য প্রস্তাবের বিরুদ্ধে বিশ্বশান্তির জন্য ন্যায় সংগ্রাম অগ্রসর করার লক্ষ্য শ্রমিক-কৃষক-জনগণকে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলিতে সমাজতন্ত্র আর নয়াউপনিবেশিক দেশগুলিতে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান জানানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here