আমরা যশোরকে স্মার্ট যশোর ঘোষনা করতে চাই/ যশোরের ডিসি যশোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
171

জি এম অভি: বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ আহমেদ,সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করীম সহ জেলার ৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,জেলার সকল সরকারী অফিসের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা।
সভায় মাননীয় প্রধান মন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। সেই সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের কি কি করা দরকার সে বিষয়েও আলোচনা করা হয়।
এছাড়া স্মার্ট যশোর গড়ার ক্ষেত্রে কি কি করনীয় এ সকল বিষয়ে উপস্থিত সকলের মতামত গ্রহন করা হয় আলোচনা সভা থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসাররা, জনপ্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকের উপস্থিত ছিলেন। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ বিষয়ে ধারণাপত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম। স্লাইড প্রদর্শনে স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি- স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ এবং স্মার্ট অর্থনীতির ব্যাপারে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়াও ধারণাপত্রে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করা হয়। বিশেষ সংযোজন হিসেবে আগামীর স্মার্ট বাংলাদেশ কেমন হবে এই সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয়। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, স্থানীয়ভাবে আমরা যশোরকে স্মার্ট যশোর ঘোষনা করতে চাই সে ক্ষেত্রে সকলের সহযোগীতা প্রয়োজন।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে স্মার্টলি কাজ করতে হবে এবং এর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বলতে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ গড়ে তোলাকে বুঝান। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রুপান্তর হবে। তাই আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যুবকদেরকেসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নের স্বার্থে এগিয়ে এসে কাজ করার আহবান জানান।তিনি যশোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্য বদ্ধ ভাবে প্রচেষ্টা ও সহযোগিতা করলে যে কোনো কঠিন কাজ সহজ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here