ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শালিখা আলোচনা সভা অনুষ্ঠিত

0
180

(মাগুরা) প্রতিনিধিঃ ৭১’ এর ভয়াল ২৫ মার্চ গন হত্যা দিবস উপলক্ষে মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু, থানা অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন, ডাক্তার আফজাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন উপস্থিতির মাঝে – একাত্তরের ২৫ মার্চ ভয়াল কালো রাতের বর্ণনা করে বলেন, পশ্চিমা শাসক গোষ্ঠী নিরিহ বাঙালির উপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে নির্যাতন করে। তারা মেতে ওঠে বাঙালি নিধন যজ্ঞে। সেই সাথে একাত্তরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা বিশদ বিবরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here