মোন্তাজ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি: মণিরামপুরের পল্লীতে আদালতের আদেশ অমান্য করে একটি অসহায় পরিবার আজিজুর রহমানকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে আনিছুরগংরা। শনিবার সকালে জোর করে ভাড়াটিয়া মাস্তান এনে নল দিয়ে জমি মেপে উঠানের উপর গুজা মেরে ঘিরে রাখা হয়েছে। জমির মালিক বাঁধা দিতে গেলে তাদেরকে এলোপাথাড়ি মারপিট করা হয়েছে বলে অভিযোগ।
সূত্রে জানাযায়, মণিরামপুর উপজেলার বাকোপোল গ্রামের মৃত আমির আলী বিশ্বাস বাকোশপোল মৌজায় খতিয়ান নং ৩৫৫ আর এস ৩২০৭ দাগ নং বাস্ত ২২ শতক জমি ও তিন ছেলে দু’কন্যা সন্তান রেখে গেছেন। তার তিন ছেলেরা ওই জমির অংশ ৪ শতক ২৫পয়েন্ট জমির মালিক। তার ছোট ছেলে আনিছুর রহমান ওই জমির উপর বসবাস করে না। সে কারণে তার অংশ বিক্রি করবে বলে ১লক্ষ ৭০ হাজার টাকা চুক্তিতে তার বড় ভাই আজিজুর রহমানের কাছ থেকে ২০১৯ সালে টাকা নিয়ে জমি দলিল করে না দিয়ে বিভিন্ন তালবাহনা করে আসছে। গোপনে আনিছুর রহমান বেশি টাকার বিনিময় সমসকাটি গ্রামের শেখ আব্দুল মোতালেব ছেলে রুহুল আমীনের কাছে দু’শতক জমি বিক্রি করার ঘটনায় তাদের মধ্যে ব্যাপক উত্তোজনা সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে দু’পক্ষের মধ্যে থানা ও আদালতে একের পর এক মামলা দায়ের করেছে। আদালতের মামলা থাকার করণে পুলিশসহ কেউ বিচার করতে রাজি হয়নি বলে অভিযোগ। বিক্রিকৃত জমির মালিক রুহুলের জমি শনিবার এলাকা থেকে ভাড়াটিয়া মাস্তান ও জমি মাপার জন্য আমিন সেলিম হোসেন ও তাইজুল ইসলামকে এনে জমি দখল করতে আসলে আজিজুর রহমান তাদেরকে আদালতের মামলার কপি দেখালে তারা জমি না মেপে চলে যায়। এর পর আনিছুর নল দিয়ে জমি ভাগ করতে গেলে আজিজুর বাঁধা দিলে তার উপর ভাড়াটিয়া মাস্তান বজলু রহমান (৫৫), তাজমির (২৫), ইকবাল হোসেন (৪২), বারিক হোসেন (২৫), হাবিবুর রহমান (৩২) শাহিন গোলদার (৩৭)সহ ৩০/৩৫জন কিলঘুষি দিয়ে মারাত্মক আহত করেছে, আজিজুর রহমান (৪০), হাফিজুর রহমান (৩৭), জাকিয়া খাতুন ( ২০) ও শিরিনা খাতুন ( ৩৬)। অবশেষে মাস্তানরা জমির সীমানা নির্ধারণ করে গুজা মেরে রেখে যায়। আজিজুর রহমান জানায়, আমার কাছ থেকে ৪ শতক ২৫ পয়েন্ট জমি বিক্রি করার কথা বলে ১লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছে আনিছুর রহমান। টাকা নিয়ে আমার জমি দলিল করে না দিয়ে বেশি টাকার বিনিময় অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। দলিলে পাশ উল্লেখ করা হয়েছে আমার বস্ত বাড়ি। আনিছুর রহমান জানায়, আমি আজিজুরের কাছ থেকে ১লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছি। তাকে ৫৭ হাজার টাকা ফেরৎ দিয়েছি। আমার নামে আদালতে যখন মামলা করেছে তখন আমি বাকি টাকা আদালতে দিবো। আজিজুর রহমান বাদি হয়ে আদালতে মামলা করেছে, যার মামলা নং ২৮২/২২ইং।















