মণিরামপুরে ৮টি প্রতিষ্ঠানকে নগদ ১৬ হাজার টাকা অর্থদন্ড

0
180

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে যশোরের মণিরামপুর বাজারে অভিজান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ আইনে। ৮টি প্রতিষ্ঠানকে নগদ ১৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ মার্চ) বিকালে মনিরামপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।এসময় মুদি দোকান, কাঁচা বাজার, মাছের আড়ৎ, ফলপট্টিতে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় মা-কালী স্টোর কে ২হাজার টাকা, শেখর স্টোরকে ২হাজার টাকা, আবু হুজাইফা স্টোরকে ২হাজার টাকা, সুধীর স্টোরকে ৩হাজার টাকা, আবু হুরাইরা স্টোরকে ৩হাজার টাকা, দ্বীপ কুমার ঘোষকে ১হাজার টাকা, প্রতাপ কুন্ডুকে ১হাজার টাকা, সর্দার বিপনীকে ২হাজার টাকা অর্থদন্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মণিরামপুর থানার এসআই আবুবক্কর, এসআই জাহিদ হাসান,এ এসআই উত্তম ও আদালতের বেঞ্চ সহকারী ফাহিম আল মমিন উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, আমরা সবসময়ই বলে আসছি যথাযথভাবে মূল্যতালিকা সংরক্ষণ করতে হবে। যারা এই নির্দেশনা মানেনি, তাদের কেই শাস্তির আওতায় আনা হয়েছে।’ রমজানে যেন মানুষের কষ্ট না হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। ক্রেতারা বলেন, বাজার স্বাভাবিক রাখতে হলে রমজান মাসজুড়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। তাহলেই বাজার স্বাভাবিক থাকবে বলে বিশ্বাস তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here