নিজস্ব প্রতিবেদক : যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে নানা
কর্মসূচিতে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫
মার্চ কালরাত স্মরণে দিবসটি উপলক্ষে গতকাল শোকর্যালি,
মোমবাতি প্রজ্বালন, স্মরণসভা ইত্যাদি।
জাতীয় গণহত্যা দিবসে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে
আলোক মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ
বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় যশোর
জেলা প্রশাসকের নেতৃতে টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চ
থেকে একটি আলোক মিছিল রওশন আলী মঞ্চ গিয়ে শেষ হয়।
এর আগে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বক্তব্যে বলেন, ২৫
মার্চ ছিল বাঙালির ইতিহাসের কালরাত। এটি মানব সভ্যতার
ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। এই রাতে পাকিস্তানি
হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে নিরস্ত্র
বাঙালির ওপর চালায় ইতিহাসের নৃশংসতম গণহত্যা। জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেয়ায়
পাকিস্তানের সামরিক জান্তার সেই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হয়নি। বীর
বাঙালি সশস্ত্র যুদ্ধ করে ছিনিয়ে এনেছে লাল-সবুজের
বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি
মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল
হোসেন, স্থানীয় সরকারে উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, যশোর সাংবাদিক
ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু প্রমুখ। এর আগে যশোরে
স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো কবিতা আবৃত্তি করে।
এদিকে, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে যশোর সরকারি
মাইকেল মধুসূদন কলেজ ও সরকারি মহিলা কলেজের আয়োজনে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৃথক দুটি আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল
কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর যে
নৃশংস হামলা চালিয়েছিল। তার ক্ষত আজও শুকায়নি। যা ইতিহাসের এক
নারকীয় হত্যাযজ্ঞ।
সরকারি এম এম কলেজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায়
সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এসময় বক্তব্য
রাখেন, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু
বকর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস এম শফিকুল ইসলাম,
গণহত্যা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর জিল্লুল বারী
প্রমুখ।
এদিকে সরকারি মহিলা কলেজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা
হায়দার গণি খান পলাশ। কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাসের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষরে সাধারণ সম্পাদক
মাহবুবুল হক খান, উদযাপন কমিটির আহ্বায়ক নাসিরুল ইসলাম
প্রমুখ।















