শার্শায় অবৈধভাবে জমি দখল নিতে ট্রাক্টর দিয়ে মাটি ফেলে ধানী জমি নষ্টের অভিযোগ

0
153

শহিদুল ইসলাম।। যশোরের শার্শার শিকারপুরে অবৈধভাবে জমি দখল নিতে প্রভাবাশালী নাসির উদ্দিন নামে এক ব্যক্তিমাটির ট্রাক্টর দিয়ে মাটি ফেলে শাহাজামাল বিশ্বাসের ধানী জমি নষ্ট করে দিচ্ছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী শাহাজামাল বিশ্বাস নিরুপায় হয়ে সুষ্ঠু সমাধানের লক্ষে শার্শা থানা লিখিত অভিযোগ দায়ের করেছে।শার্শা থানায় লিখিত অভিযোগে জানা যায়, শার্শার শিকারপুর মৌজায় ১১৮নং খতিয়ানের ১৭শতক জমি রয়েছে।সেই জমির মধ্যে রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর সামাদের বিশ্বাসের ছেলে শাহাজামাল বিশ্বাসের জমির পাশে ১.৭০শতক জমি নিয়ে একই গ্রামের মৃত আব্দুর সামাদের ছেলে নাসিরউদ্দিনের সাথে দীর্ঘদিনের দখল নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ২৫শে মার্চ দুপুর ১২টার দিকে শাহাজামাল বিশ্বাস জমিতে গিয়ে দেখতে পান অবৈধভাবে মাটি উওোলন করে, উক্ত ধানীর জমির উপরে মাটি ফেলে ফসল নষ্ট করে দিচ্ছে। এসম সেই বাধা দিতে গেলে গালিগালাজ করে, নাসির পাশে থাকা গাছি দা দিয়ে কোপ মারতে উদ্যত হয়। পরিস্থিতি দেখিয়ে শাহাজামাল বিশ্বাস ঘটনাস্থাল ত্যাগ করে প্রাণে রক্ষা পায়।
লিখিত অভিযোগে শাহাজামাল আরো জানায় তার জমির পাশে নাসিরউদ্দিনের ১.৭০শতকজমি রয়েছে,কিন্তু সে তার নিজ জমিও ভোগ দখল না করে আমার পজিশনের জমি জোর পূর্বক দখল করার নানা পাঁয়তারা করে আসছে।বিষয়টি আমি স্থানীয় ব্যাক্তিবর্গের আমলে দিলে নাসিরউদ্দিন বিষয়টি কোনপ্রকার গুরুত্ব দেয়নি। নাসিরউদ্দীন প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ কথা বলতে চাইনা।এক্ষনে আমার নামিয় নিজ জমি (পাশ উল্লেখিত)
নাসিরউদ্দিন জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছে।যা নিয়ে আমি এখন বর্তমানে হুমকি ও নিরাপত্তা হীনতার মধ্যে আছি। সে যেখন মুহুর্তে আমার এবং আমার পরিবারের প্রতি ক্ষয়-ক্ষতি করতে পারে সেই আশংকায় স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তির সাথে আলোচনা করিয়া,শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here