স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) – ঝিনাইদহের কালীগঞ্জে মাছবাহী পিকআপ চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ ভোর ৬ টার দিকে শহরের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাফদার হোসেন ও তার স্ত্রী পারভীনা খাতুন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে সাফদার হোসেন তার স্ত্রী, মেয়ে সাথী খাতুন ও নাতি ছেলে আরাফাতকে নিয়ে ভ্যানে করে যশোরে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথিমধ্যে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় পৌঁছালে যশোরগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় ভ্যানের সকল যাত্রী রাস্তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলের মারা যান পারভীনা খাতুন। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় অন্য ৪ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সাফদার হোসেন। গুরুত্বর আহত অন্য ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।
বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, একটি পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তবে গাড়িসহ চালক পালিয়ে গেছে। আটকের চেষ্টা চলছে।















