ডুমুরিয়ায় ১০মাস ২৬দিনে কোরআনে হাফেজ জোবায়ের

0
170

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : মাত্র ১০মাস ২৬দিনে কোরআনে হাফেজ হলেন ডুমুরিয়া উপজেলার চুকনগর তারতিলুল কোরআন হিফ্জ মাদ্রাসা ছাত্র মোঃ জোবায়ের হোসেন। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের এবং চাকুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ বিল্লাল হুসাইনের ছেলে।
চুকনগর তারতিলুল কোরআন হিফ্জ মাদ্রাসার শিক্ষক মোঃ আবু তালহা শেখ জানায়, মাত্র ১০মাস ২৬দিনে কোরআনে হাফেজ হয়েছেন মোঃ জোবায়ের হোসেন। একারণে বুধবার ইফতার বাদে তাকে পাগড়ি পরানো হয়। এসময় উপস্থিত ছিলেন চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওঃ লোকমান হাকিম, চুকনগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ ইউসুফ আজাদী, ইউপি সদস্য মাওঃ মতিউর রহমান, মাওঃ সুরত আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here