অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেধাবী স্কুলছাত্রের মৃত্যু

0
165

মিঠুন দত্ত: যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম সুব্রত দাস (১৫)। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধোপাদী গ্রামে বাড়িতে বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
সুব্রত দাস উপজেলার ধোপাদী গ্রামের পশুপতি দাসের পূত্র। সে উপজেলায় ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তার ক্লাস রোল ছিল পাঁচ।
নিহত সুব্রত দাসের বাবা পশুপতি দাস বলেন, তার ছেলে সুব্রত অষ্টম শ্রেণিতে পড়ছিল। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সে বাড়িতে পুরোনো তারে বিদ্যুতের হোল্ডার লাগাচ্ছিল। ওই তারে লিক ছিল। তারের লিকের জায়গায় হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক অথৈ সাহা বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, সুব্রত দাস অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র ছিল। সে অত্যান্ত নম্র ও ভদ্র ছিল। শ্রেণিতে তার ক্রমিক নম্বর ছিল ৫। অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) হরষিত রায় বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র সুব্রত দাসের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here