ভোল্ট পাল্টে আবারও বেপরোয়া বাঘারপাড়ার ইয়াবা বিক্রেতা টনি সিন্ডিকেট

0
190

বিশেষ প্রতিনিধিঃ ফের অপ্রতিরোধ্য সেই ইয়াবা বিকিকিনি সিন্ডিকেট, ইয়াবা সম্রাট বাঘারপাড়ার টনি কোন কিছুর তোয়াক্কা না করে কোন অদৃশ্য শক্তির বলে আরও দূর্দান্ত গতিতে বাধাহীনভাবে ফিল্মিষ্টাইলে নিজ এলাকা বাঘারপাড়া,ছাইবাড়ীয়া ছাড়াও পাশের উপজেলার বিভিন্ন অঞ্চলে দেদারসে বিক্রি করে বেড়াচ্ছে সর্বনাশা ইয়াবা বলে জানিয়েছে স্হানীয়রা। সংবাদ প্রকাশের পর কিছু দিন গা ঢাকা দিয়ে আবারও ভোল্ট পাল্টে বেপরোয়া ভাবে বিক্রি করে বেড়াচ্ছে ইয়াবা।লোকে যেন চিন্তে বুঝতে না পারে সেজন্য মাথায় হেলমেট পরে মুখে রুমাল দিয়ে চোখে সানগ্লাস পরে কয়েকটি মোটরসাইকেলের বহর নিয়ে চক্রটি বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে ইয়াবা। স্হানীয়রা আরও জানিয়েছে কোন শক্তির বলে টনি সিন্ডিকেট এতটা বেপরোয়া তা আমাদের জানার বাইরে। তারা বলেন, বিএনপির রাজনীতি করে এত সাহস কোথা থেকে পাচ্ছে তারা। এদিকে, টনি সিন্ডিকেটের গডফাদার রাকিব মাদকসহ আটক হয়ে জেলে থাকায় তাকে ছাড়াতে মরিয়া হয়ে নানা কৌশল অবলম্বন করে বেড়াচ্ছে টনি। মূলত অবৈধ টাকার মালিক হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে টনি সিন্ডিকেট। এদিকে, স্হানীয়দের ধারণা টাকা দিয়ে সব মহলকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে টনির অবৈধ মাদক বেচা-কেনা। সে জন্য চক্রটি কাউকে পরোয়া না করে নির্ভিগ্নে ইয়াবা বিক্রি করেও থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। যে কারনে চিন্তিত, শঙ্কিত, আতঙ্কিত স্হানীয় অভিভাবক মহল।কিছু দিন আগে টনি সিন্ডিকেটের বিরুদ্ধে দৈনিক যশোর পত্রিকায় প্রকাশিত দুটি সিরিজ রিপোর্ট প্রকাশের পর কিছুদিন গা ঢাকা দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছিল স্হানীয় অভিভাবক মহল। তাদের জোর দাবি টনি চক্রটিকে আটক করে বিচারের আওতায় আনা হোক। এদিকে,এসব বিষয়ে জানতে চাইলে টনি দৈনিক যশোরকে ফোনে সব অভিযোগ অস্বীকার করে তার কাছে যেতে অনুরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here