যশোরে ইউসুফ ও নাহিদ হত্যা: দুইজন গ্রেফতার, চাকু উদ্ধার

0
257

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ইউসুফ আলী ও নাহিদ হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) রাতে যশোর শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, গত ৩১ মার্চ রাতে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে ছোট ভাইয়ের হাতে খুন হন ইউনুস নামে এক যুবক। প্রতিবেশী নারীদের সাথে অশোভন আচরণ ও মাদক সেবনের বিরোধীতা করায় বড় ভাইকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় ইউসুফ। ওই ঘটনায় আসামি ইউসুফকে সন্ধ্যার পর কোতয়ালী থানাধীন নাটুয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
এছাড়া একই রাতে শহরের বারান্দী নাথপাড়ায় ভৈরব নদের পাড়ে সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুন হয় কিশোর নাহিদ। জিসান নামে অপর এক কিশোরসহ কয়েকজন হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পর পরই পুলিশ আসামিদের ধরতে অভিযান শুরু করে। শনিবার রাত ১১টার দিকে সরাসরি হত্যায় জড়িত জিসান উদ্দিন ওরফে অন্তর (১৪) কে শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকা থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকুটি উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here