বাঘারপাড়ায় ঈদ উপলক্ষে ভিড় নেই কাপড়ের দোকানে,হতাশায় ব্যবসায়ীরা

0
163

নূর হাসান লাল্টুঃআসন্ন ঈদে বাঘারপাড়া বাজারে কাপড়ের দোকানে কোন ভিড় নেই। ঈদ প্রায় সমাগত কিন্তু বাঘারপাড়া বাজার যেন সুনসান নিরবতা,দোকানদাররা অলস সময় পার করছে। কোনো কাপড়ের দোকানে ঈদের কোন আমেজ নেই। ঈদ উপলক্ষে কাপড় মার্কেটে কোন বাড়তি কেনাবেচা নেই, ক্রেতা শুন্য দোকানে কর্মচারীরা গল্প করে ঝিমিয়ে ঘুমিয়ে সময় পার করছে,অন্যদিকে,দোকান মালিকরা মাথায় হাত দিয়ে বসে আছে। কারণ হিসেবে জানা গেছে ঈদ উপলক্ষে দোকান মালিকরা লক্ষ লক্ষ টাকার বিভিন্ন রকমের কাপড় তুলেছে দোকানে, কিন্তু বেচাকেনা নেই। ঈদের জন্য বেশি বিক্রির আশায় অনেক দোকান মালিকরা অনেক বেশি বিনিয়োগ করেছে, কিন্তু ঈদের বেচাকেনায় কোন প্রকার প্রভাব পড়েনি। ফলে হতাশায় দিন কাটাচ্ছে কাপড় ব্যবসায়ীরা।গত ঈদগুলোতে এমন অবস্থা হয়নি বলে জানান ব্যবসায়ীরা। এখন ঈদের যে কয়দিন বাকী সেই সময়ের অপেক্ষায় আছে কাপড় দোকানদাররা। এদিকে, কাপড় দোকানি বাঘারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, অনেক টাকার নতুন কাপড় দোকানে তুলেছি, কিন্তু কোন বিক্রি নেই, কাপড় বাজার খুব মন্দা।কোন ক্রেতা নেই, খুব খারাপ অবস্থা। অপর কাপড় ব্যবসায়ী বাজার কমিটির সেক্রেটারি মফিজুর রহমান বলেন, ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা মেটাতে দোকানে লাখ লাখ টাকার বিভিন্ন রকমের কাপড় এনেছি, কিন্তু কেনা-বেচা নেই, কয়েকদিন পরে যে ঈদ তার কোন প্রভাব বাঘারপাড়া কাপড় মার্কেটে পড়েনি। একদম ক্রেতা শুন্য কাপড় দোকানগুলো।গতকাল বাঘারপাড়া কাপড় দোকান ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here