শার্শায় ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক-১

0
151

রবিউল ইসলাম শার্শা (সীমান্ত)প্রতিনিধি:যশোরের শার্শা সীমান্ত থেকে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সেকেন্দার @ সেকেন(৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল ) সকালে শার্শা থানাধীন পাঁচভূলট গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক,সেকেন্দার @ সেকেন শার্শা থানার পাঁচভূলট গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ এস‌এম আকিকুল ইসলাম এর নেতৃত্বে এস‌আই মাহফুজ, এএস‌আই রাশেদুল সহ সঙ্গীয় ফোর্স শার্শা থানাধীন পাঁচভূলট গ্রামে অভিযান পরিচালনা করে ২৫০ বোতল মাদক দ্রব্য ফেনসিডিল সহ সেকেন্দার @ সেকেনকে আটক করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস‌এম আকিকুল ইসলাম জানান,গ্রেফারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here