যাত্রী হয়রানিসহ নানা অভিযোগে বেনাপোল চেকপোস্ট থেকে আনসার বাহিনী প্রত্যাহার

0
155

বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ভারত যাওয়াতকারী পাসপোর্ট যাত্রীদের সুরক্ষার জন্য নিয়োজিত আনসার বাহিনী প্রত্যাহার করে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার (৮ এপ্রিল) এ বাহিনীকে চেকপোস্ট থেকে প্রত্যাহার করা হয়।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, বন্দরের প্যাসেঞ্জার ট্রার্মিনাল এলাকায় নিয়োজিত আনসার বাহিনীর বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগসহ নানা ধরনের অপরাধ তদন্তসাপেক্ষ প্রমাণিত হয়েছে। তাই এখান থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে আর্মস পুলিশ বাহিনীর একটি টিম মোতায়েন করা হয়েছে। আর্মস পুলিশ মোতায়েনের পর প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান বন্দরের ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here