বেনাপোল প্রাইমারী স্কুলের চুরি যাওয়া মালামাল সহ চোর আটক

0
140

বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি যাওয়া আড়াই লাখ টাকার মালামাল সহ এক চোরকে আটক করতে সক্ষম হয়েছে বেনাপোল পোর্টথানা পুলিশের একটি চৌকস টিম। সোমবার (১০ই এপ্রিল) ভোরে বেনাপোল ইউনিয়ন পরিষদের নারায়নপুর গ্রাম থেকে সেলিম সরদার (৩২) নামে এক চোরকে আটক করে পুলিশ। সে নারায়নপুর গ্রামের মৃত শহিদ সরদারের ছেলে।
বেনাপোল পোর্ট থানার মামলা সূত্রে জানা য়ায়,গত (০১ এপ্রিল) ভোরে বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে একটি ল্যাপটপ, প্রিন্টার,প্রজেক্টর পানির মটর সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এরই পরিপ্রেক্ষিতে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয় যার মামলা নাম্বার ০৫। মামলাটি গুরুত্বের সাথে নিয়ে চোর ধরতে মাঠে নামে পোর্ট থানা পুলিশ। তারই ধারাবহিকতায় বেনাপোল পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান ও এস আই বখতিয়ার বেনাপোল নারানয়নপুর গ্রাম থেকে সেলিম সরদারের বাড়ি হইতে চুরি যাওয়া মালামাল সহ তাকে আটক করতে সক্ষম হয়।
দ্রুত সময়ে স্কুলের চুরি যাওয়া মালামাল সহ চোর আটক হওয়ায় বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক মন্ডলী,অভিভাবক সহ বেনাপোলের সাধারণ জনগণ পোর্টথানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল বাজার প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরি হওয়ার পর থেকে আমরা চোরদের ধরতে বদ্ধ পরিকর ছিলাম, বিভিন্ন তথ্যের মাধ্যমে চোরাই মালামাল উদ্ধার সহ একজনকে আটক করতে সক্ষম হয়েছি। এছাড়াও চুরির সাথে জড়িত সকল চোরকে ধরতে আমদের অভিযান চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here