ঈদের কেনাকাটা করতে পথিমধ্যেই প্রাণ গেলো স্ত্রীর – স্বামী হাসপাতালে

0
154

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি ঃঈদের কেনাকাটা আর হলো নয়ন রেহানার সংসারের। ঘাতক ট্রাক কেড়ে নিলো রেহানার প্রাণ, স্বামী নয়ন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি কালিগঞ্জ উপজেলার কলেজ মোড়ে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানাগেছে, মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১ টা ১৫ মিনিটে শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের শেখ নয়ন হোসেন (৩০) তার স্ত্রী রেহানা পারভীন (২২) কে নিয়ে ঈদের কেনাকাটা করতে নাজিমগঞ্জ বাজার যাচ্ছিলো। শ্যামনগর টু কালিগঞ্জ সড়কের কালিগঞ্জ কলেজ রোডে পৌছালেই বালিভর্তি ট্রাক (যশোর -ট- ১১-৩৩১৮) তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই স্ত্রী রেহানা পারভীন মৃত্যুরকোলে ঢলে পড়ে। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর চৌকস টিম দ্রুত স্বামী স্ত্রী দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহানাকে মৃত্যু ঘোষনা করে এবং স্বামী শেখ নয়নকে হাতে ব্যান্ডেজ করাসহ চিকিৎসা সেবা প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী। তিনি বলেন ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালককে এখনো আটক করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here