মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর গ্রামে ট্র্ক্টারের তেল ক্রয় করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী মারপিট ও লুট পাটের ঘটনায় ১জন গুরুত্বর আহত হয়েছেন। সোমবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল পুরন্দপুর গ্রামের মৃত শাহাজউদ্দীনের ছেলে লিটন ভূঁইয়া(৩৫)কে একই গ্রামের মৃত খোকন খানের ছেলে রাজন খান ও পার্শ্ববর্তী গোয়ালহুদা গ্রামের মৃত কাদের মিয়ার ছেলে লিটন সহ আরো ৪/৫ জন সন্ত্রাসী তার উপর হামলা করে রক্তাক্ত জখম করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। আহত লিটন ভূঁইয়া জানান, আমি পুরন্দপুর গ্রামের রাজন খানের মালিকানাধীন ট্রাক্টরের চালক। প্রায় ১০ বছর যাবত আমি তার গাড়ির চালক হিসেবে কাজ করি। গত শনিবার উপজেলার পাতিবিলা মাঠে মাটি আনতে যেয়ে গাড়ির তেল ফুরিয়ে গেলে আমি খালিশপুর মেইন বাসষ্ট্যান্ডে এসে গাড়ির মালিক রাজনকে গাড়ির তেল ক্রয়ের কথা বল্লে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে সে তার ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমাকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে আমার মাথার বামপাশে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় আমার পকেটে থাকা বালি বিক্রয় করা ৭৫হাজার ৭শ টাকা তারা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে মহেশপুর থানার এস.আই সাইদুর রহমান জানান,অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে যেয়ে খোজখবর নিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন বুধবার সকালে উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। ভুক্তভোগী লিটন এ ব্যাপারে সুষ্ঠু বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।















