মহম্মদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ 

0
320

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগনণা ২০২২ প্রকল্প হতে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনের লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। 
উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার মাধ্যমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ১৯২ ছাত্র-ছাত্রীদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়। 
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরায় আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আর সেই লক্ষ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব তোমাদের দেয়া হচ্ছে, এটাকে সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন প্রধান অতিথি।
এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মাগুরা জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বরকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ্ আল মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here