যশোর জেলা হাসপাতাল স্বাস্থ্য ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

0
218

অদ্য ১৩/০৪/২০২৩ খ্রিস্টাব্দ ১১৩০-১২৩০ ঘটিকা পর্যন্ত যশোর শহরস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশীদ এর নেতৃত্বে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য (এমপি) এর সভাপতিত্বে জেলা হাসপাতাল স্বাস্থ্য ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক কমিটির সভাপতি জনাব স্বপন ভট্টাচার্য (এমপি), হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশীদ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহিদুর রহমান, যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল আহমেদ প্রমুখ। উক্ত সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসা খাতে অপ্রতুল জনবল, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, হাসপাতালের আউটডোরে টিকিট কাউন্টারের টিকিটের মূল্য হ্রাস, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের উন্নত মানের খাবার সরবরাহ, হাসপাতালের অভ্যন্তরে অপ্রয়োজনীয় আগমন ও বহির্গমনরত ইজিবাইক – রিকশা সহ হাসপাতালের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here