সাংবাদিক পরিচয়ধারি ৫ যুবকের নামে যশোরের আদালতে মামলা

0
181

স্টাফ রিপোর্টার:যশোরের বাঘারপাড়ায় একটি ক্লিনিকের মালিকের কাছে একলাখ টাকা চাঁদাদাবির অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী পাঁচ যুবকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার মামলাটি করেছেন নাড়িকেলবাড়িয়ার ডক্টরস ক্লিনিকের মালিক জামিউল হাসান সেতু। আসামিরা হলেন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয়ধারী নাসিম রেজা, ইয়াসিন, ইমাম আলী বিপ্লব, শাওন ও মাইটিভি সাংবাদিক পরিচয়ধারী আক্তারুজ্জামান মিম। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামি রোববার আদেশের জন্য দিন ধার্য করেছেন। মামলায় বাদী উল্লেখ করেছেন, গত ১০ এপ্রিল বিকেলে আসামিরা তার ক্লিনিকে প্রবেশ করে তাদের ক্যামেরায় বিভিন্ন চিত্র ভিডিও ধারণ করতে থাকে। তারা রুগিদের মনে ভীতিকর পরিবশে সৃষ্টি করে। তাদের কাছে পরিচয় জানতে চাইলে তারা নিজেদের প্রেসক্লাবের সদস্যদাবি করে। এছাড়া আক্তারুজ্জামান মীম মাই টিভি ও অন্যরা সকলেই এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেন। পরে তারা বাদীকে জানায় তার ক্লিনিকের বিষয়ে নানা অভিযোগ রয়েছে। কি অভিযোগ জানতে চাইলে নানা ধরনের অসঙ্গতিপূর্ন কথাবলে । শেষমেষ একলাখ টাকা চাঁদাদাবি করে। টাকা দিতে না চাইলে নানা ধরণের হুমকি ধামকি দেয়। এসময় তারা রোগীদের সাথেও খারাপ আচরণ শুরু করে। বাধ্য হয়ে বাদী আসামিদের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেয়। এসময় আসামিরা বলে বাকী ৯৫ হাজার টাকা ১০ দিনের মধ্যে দিতে হবে অন্যথায় বাদীর প্রতিষ্ঠানের ক্ষতি ও তাকে হেয়পতিপন্ন করার হুসিয়ারি দিয়ে চলে যায়। পরে সেতু অন্য সাংবাদিকদের সাথে খোঁজখবর নিয়ে জানতে পারেন আসামিরা কেউই প্রেসক্লাব যশোরের সদস্য না। তাদের মুল পেশায় চাঁদাবাজী করা। বাধ্য হয়ে তিনি বৃহস্পতিবার আদালতে এ মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here