অভয়নগরে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
202

অভয়নগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নওয়াপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্যসচিব মোয়াজ্জেম হোসেন রাহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলি হায়দার রানা, নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, আসাদুজ্জামান জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম অনিক, তারেক আহম্মেদ সজল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন তরফদার। দোয়া পরিচালনা করেন, যশোর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তরফদার বাশির উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here