দামুড়হুদায় ইজিবাইক ও পাখি ভ্যানসহ ১ ছিনতাই কারী আটক

0
151

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদা ও কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে ১টি ইজিবাইক ও ১ টি পাখিভ্যান সহ ১ ছিনতাই কারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই (নিঃ) ইমরান হোসেন, এএসআই (নি:) মোঃ মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘাডাঙ্গার নতুনপাড়া গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালায়।এসময় ছিনতাই কারী চক্রের সদস্য দর্শনা থানার দুর্গাপুর গ্রামের সুন্নত আলীর ছেলে কামাল শেখ(৩৫) সহ বাগানে থাকা ১ টি ইজিবাইক ও ১টি পাখিভ্যান সহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here