নড়াইলে সাংবাদিকে হত্যার হুমকির ঘটনায় সদর থানায় জিডি।

0
149

নড়াইল প্রতিনিধি ঃ দ্যা নিউজ প্লাস টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ইকবাল হোসেন খানকে জীবন নাশের হুমকির ঘটনায় সদর থানায় সাধারণত ডায়েরি করা হয়েছে।
যার নং ৫৮১ তারিখ ১৩ /৪ / ২৩ । জিডির নধি সুত্রে জানা গেছে, নড়াইলের ভওয়াখালী এলাকার মালেক সর্দারের, ছেলে জাফর সর্দার নড়াইল বাসটার্মিনাল এলাকায় তাকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রান নাশের হুমকি দেন। সাবেক ছাত্র দলের ক্যাডার, বর্তমান বিএনপির নেতা একাধিক মামলার আসামি জাফর সর্দার দীর্ঘ দিন ধরে এলাকায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন।মাদকাসক্ত জাফর যখন ই অর্থ শেষ হয়ে যায় ঠিক তখনই যার তার পর ক্ষীপ্ত হয়। এবং হুমকি ধামকি দেন।
সম্প্রতি দ্যা নিউজ প্লাস নড়াইল জেলা প্রতিনিধি ইকবাল হোসেনকে হুমকির ঘটনায় নড়াইলের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংবাদিক সমাজ নিন্দা ও প্রতিবাদ জানান।সেই সাথে জাফরকে দ্রুত আইনের আওতায় এনে,শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here