স্টাফ রিপোর্টার : যশোরের মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পাশে গর্ত খুঁড়ে অবৈধভাবে মাটি বিক্রয়ের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ এপ্রিল) সকালে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করে এই আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আনিসুজ্জামান আইনকানুনের তোয়াক্কা না করে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি রাস্তার পাশেই ৪০ ফুটের মতো গভীর করে মাটি উত্তোলন ও বিক্রি করছেন। আইনে সরকারি রাস্তা, মহাসড়ক, সরকারি স্থাপনার ক্ষতি সাধন করে মাটি উত্তোলন নিষেধ করা আছে। এ সকল বিষয় আমলে নিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’র আওতায় আনিসুজ্জামান কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ।এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন মণিরামপুর থানার এস আই মাসুম বিল্লাহ সহএকদল পুলিশ সদস্য।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, গভীরভাবে গর্ত খুঁড়ায় রাস্তা ও বিদ্যালয়ের ভবন হুমকির মুখে পড়েছে। আগেও আনিসুজ্জামানকে বিভিন্নভাবে সরকারি কর্মকর্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে। তিনি নিষেধ অমান্য করে মাটি উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। এ অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’র আওতায় আনিসুজ্জামানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডদেওয়া হয়েছে। এধরনের অবৈধ মাটি উত্তোলন ও বিক্রয়ের কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।















