ডুমুরিয়ায় দক্ষ সেচ ব্যবস্থাপনার মাধ্যমে বোরো মৌসুমে লবণ সহনশীল ও উচ্চ ফলনশীল জাতের ব্লক প্রদর্শনীর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত

0
184

ভ্রাম্যমান,প্রতিনিধি ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় দক্ষ সেচ ব্যবস্থাপনার মাধ্যমে বোরো মৌসুমে লবণ সহনশীল ব্রি ধান-৬৭ ও উচ্চ ফলনশীল ব্রি ধান-৮১ জাতের ব্লক প্রদর্শনীর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় খর্ণিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পানি সম্পদ মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কর্মসূচীর অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা ব্রি আঞ্চলিক কার্যালয়ের সিএসও এবং প্রধান ড. তাহমিদ হোসেন আনছারী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মো. শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। গেষ্ট অব অনার ছিলেন গাজীপুর সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সিএসও এবং প্রধান ড. মো. মনিরুজ্জামান। বক্তব্য রাখেন জামাল ফারুকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন, মঞ্জুর রহমান, ইকবল হোসেন, প্রেলয় পাল, কৃষক শেখ দিদার, আবু হানিফ, আব্দুর রশিদ গাজী, সুবাষিশ দে প্রমুখ। মাঠ দিবসে মোট ১৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here