দর্শনায় রেলষ্টেশনের পাশ থেকে হাতবদলের পূর্বে অর্ধকোটি টাকার স্বর্নের বার সহ একজন আটক ও ট্রেনের বগি থেকে হেরোঈন উদ্ধার

0
176

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: ঝিনাইদহের বিজিবি টহলদল দর্শনার রেলস্টেশনের পাশ থেকে ৫টি স্বর্নেরবার সহ একজন ও দর্না বিজিবি ট্রেনের বগি থেকে মালিক বিহীন ব্যাগ ভর্তি হেরোঈন উদ্ধার করেছে।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবির সহকারি পরিচলক সাইফুল ইসলাম জানান সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দর্শনা হল্টষ্টেশনের পাশে অবস্থান নেওয়া হয়। এসময় কুমিল্লার হোমৱা থানার নিলুখা গ্রামের রওশান আলীর ছেলে সেলিম (৩৪) আটক করা হয় ও তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ৪৮ লাখ ৫০হাজার টাকা। ৫৮ -বিজি্বি অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, আসামীকে দর্শনা থানায় সোপর্দ সহ মামলা করা হয়েছে। ও স্বর্ন চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।এ দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬- বিজিবি অধিনায়ক লেঃকর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বেৱা সাড়ে ১১টার দিকে দর্শনা হল্টস্টেশনে দাড়ানো একটি ট্রেনের কামরা থেকে মালিক বিহীন একটি ব্যাগ হতে ৩শ৫০ গ্রাম ভারতীয় হেরোঈন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় ৭ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here