নড়াইলে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

0
158

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
নড়াইলের লোহাগড়া থানা এলাকায় (গাঁজা) সেবনের দায়ে এক বৃদ্ধকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। , ১৭ এপ্রিল রাতে নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী এ রায় দেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি’র পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ
নড়াইলের লোহাগড়া মাইটকুমড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে মান্দার কাজী (৫৫)কে (গাঁজা) সেবনরত অবস্থায় আটক করে। সে অত্র এলাকার মৃত বকু কাজীর ছেলে। পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here