চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অপসোনিন ফার্মার একটি কাভার্ডভ্যানের চাপায় পৃষ্ট হয়ে নুরুল আমিন (৬৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌগাছা-যশোর মহাসড়কের যাহাতাবমুন্সীর ভাগাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাহাতাব মুন্সী ভাগাড় মোড়ে বাইসাইকেল এবং অপসোনিন ফার্মাসিউটিক্যালের একটি কাভার্ডভ্যান (যার নাম্বার- ঢাকা মেট্রো-অ-১১-১৩৬৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল আরোহী নুরুল আমিন (৬৫) গুরুতর জখম হন। এসময় কাভার্ডভ্যানটির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত ৯টায় নিহতের লাশ যশোর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেয়। বর্তমানে গাড়িটি চৌগাছা থানায় আটক ও চালক পলাতক রয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।















