মনিরামপুরে শেষ মুহূর্তে জম-জমাট ঈদ বাজার

0
146

মনিরামপুর পৌর প্রতিনিধি (জাহিদ)ঃ যশোরের মনিরামপুরে রমজানের শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার, সকল শ্রেণীর মানুষের পদচারণায় মুখর বিপণিবিতান সড়ক ও মার্কেট। ফলে দম ফেলার সুযোগ নেই বিক্রেতার তবে বাড়তি দামে চিন্তার ভাঁজ নিম্ন ও মধ্যবিত্তদের কপালে। গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার ) মনিরামপুরে বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই হচ্ছে জমজমাট ঈদ বাজার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা কাপড় থেকে শুরু করে কসমেটিকস ও জুতার দোকানেও ক্রেতাদের উপচে-পড়া ভিড়। ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুর দিকে বিক্রি কম হলেও ২০ রমজানের পর বেড়েছে ক্রেতাদের ভিড় দাম বাড়তি হলেও কয়েকগুণ চাপ বেড়েছে শিশুদের পণ্যসামগ্রীতে আগের তুলনায় প্রতিটি পণ্যের দাম বাড়তি থাকার কারণে ক্রেতাদের পণ্য পছন্দ হলেও তারা ঘুরে যাচ্ছেন।
একজন বিক্রেতা বলেন, এবার মূলত আমাদের সুতি থেকে জর্জেট কালেকশন বেশি চলছে। সেই সঙ্গে ভারতীয় পোশাকের চাহিদা বেশি তবে সব পণ্যের দাম বাড়তি থাকায় চিন্তার ভাঁজ নিম্ন ও মধ্যবিত্তদের কপালে। পরিবারের চাহিদা মেটাতে তারা সাধ্যের মধ্যে কেনার চেষ্টা করছেন কাপড়সহ নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী।
এক ক্রেতা বলেন, পোশাকের দাম বেশি হলেও প্রয়োজনের তাগিদে কিনতে হচ্ছে বছর ঘুরে আমাদের মাঝে এসেছে ঈদ পরিবারে সদস্যদের সাধ্যমত নতুন পোশাক কিনে দিয়েছি। বাচ্চারা অনেক আগে থেকে নতুন পোশাকের বায়না ধরে আছেন তাদেরকে হাঁসি খুঁশিতে রাখতে আবদার পূর্ণ করতে হচ্ছে।
এক তরুণ শিশু বলেন, ঈদ আসলে খুব ভালো লাগে, একসাথে আনন্দ করতে পারি। আব্বু নতুন জামা-প্যান্ট জুতা কিনে দেন সেটা পরে ঈদের দিন সকল বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। আজ সকালে আম্মু-আব্বুর সঙ্গে বাজারে এসেছি অনেক কিছু কিনেছি খুব ভালো লাগছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here