মেহেরপুরে প্রবাসী ফেরত যুবককে কুপিয়ে হত্যা

0
237

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের সদর উপজেলার রাইপুর গ্রামে শরিফুল ইসলাম (৩৩) নামের এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। বৃহস্পতিবার (২০এপ্রিল) সন্ধ্যায় মাঠে কাজ করতে যাবার সময় তাকে হত্যা করা হয়। সে ঐ গ্রামের বাবর আলীর ছেলে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলা প্রাথমিকভাবে ধরণা করছে পুলিশ। সে দুবাই প্রবাসী। মাস তিনেক আগে বিদেশ থেকে বাড়ি ফিরেছেন শরিফুল।
এলাকাবাসী ও নিহতের স্ত্রী রুবিনা খাতুন জানান, তার স্বামী শরিফুল ইসলাম ও একই গ্রামের আকছেদ আলীর ছেলে খোকনের সাথে বিদেশ যাবার টাকা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। বিকেলে রাইপুর গ্রামের হাতিভাঙ্গা মাঠে নিজের ধানক্ষেত দেখার জন্য বাড়ি থেকে বের হয় শরিফুল। মাঠের একটি ব্রীজের কাছ পৌঁছালে খোকন সহ বেশ কয়েকজন তার উপর হামলা চালায়। সেখানে শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে পালিয়ে যায় তারা। তার চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরে জানান, বেশ কয়েক বছর আগে তার স্বামী শরফিুল ইাসলাম খোকনকে বিদেশে পাঠান। খোকন সেখানে ১৩ মাস কাজ করে দেশে ফিরে আসেন। পরে তার স্বামীর কাছ থেকে টাকা দাবি করে আসছিলো। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার শালিস বসিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়। সেই ক্ষোভের জের ধরে স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যাকারী খোকনকে চিহ্নিত করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে। তাকে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here