মোংলা প্রতিনিধি : মোংলায় ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রীূ বেগম হারিবুন নাহার।
বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যলয়ের সামনে এ ঈদ বস্ত্র বিতারণ করেন তিনি। উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার’র নিজ তহবিল থেকে ২ হাজার অসচ্ছ নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতারণ করা হয়। এর মধ্যে এক হাজার লুঙ্গি ও এক হাজার শাড়ী কাপড় রয়েছ। আজ দুপুরে মোংলার দলীয় কার্যলয় নিজ হাতে অসহায় মানুষদের তিনি এ বস্ত্রগুলো বিতারণ করেণ। এছাড়া মোংলা উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে নিজ হাতে পবিত্র ঈদুল ফিতরের জন্য ঈদ সামগ্রী দিয়েছেন গরিব ও অসহায় মানুষের মাঝে।
এসময় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ছাড়াও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাস, পৌর মেয়র শেখ আঃ রহমান, সাবেক পৌর মেয়র শেখ আঃ সালাম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















